
প্রশ্ন
কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করা জায়িয হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাফফারার টাকাগুলো যাকাত নেয়ার উপযোগী গরীবদেরকে মালিক বানিয়ে দিয়ে দিতে হবে। কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করলে যেহেতু গরীব-মিসকীনকে মালিক বানিয়ে দেয়া হয় না, তাই তা জায়িয হবে না এবং এভাবে দিলে কাফফারা আদায় হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- জাওয়াহিরুল ফিকহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯২
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৪
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৪৭
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা আত্মীয়দের বা মসজিদ নির্মাণে প্রদান করার বিধান
- বিবাহ অনুষ্ঠানে প্রবেশ দ্বারে গেইট নির্মাণ
- নামাজ রোজার ফিদিয়ার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার
- কসমের কাফফারার রোযা কি লাগাতার রাখা জরুরী
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি
- রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা ও তার কাযা, কাফফারা
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- সুদের টাকার বিধান, সুদের টাকা দিয়ে হজ্ব ও সাইয়্যেদ বংশীয়কে যাকাত দেয়া প্রসঙ্গে