
প্রশ্ন
দ্বীনী আলোচনার পূর্বে বিসমিল্লাহ এবং জুমার খুতবার পূর্বে আউযুবিল্লাহ পড়া কেমন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যেকোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যায়। তবে দু’এক জায়গা এর ব্যতিক্রম। যেমন-দ্বীনী আলোচনা এবং খুতবার পূর্বে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়াটা হাদীস শরীফ এবং সাহাবা, তাবেয়ীদের আমল দ্বারা প্রমাণিত নয়; বরং এক্ষেত্রে সুন্নত নিয়ম হল, হামদ ও সালাতের মাধ্যমে শুরু করা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম দ্বীনী আলোচনা হামদ ও সালাতের মাধ্যমে শুরু করতেন। তাই ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয় এই মূলনীতি এক্ষেত্রে প্রযোজ্য নয়; বরং ওয়াজ আল্লাহর হামদ দ্বারা শুরু করা, আযান এবং নামায আল্লাহু আকবার বলে শুরু করাই নিয়ম। এক্ষেত্রেও ব্যাপক নিয়ম অনুসরণ করে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া ঠিক হবে না। ফকীহ ইবনে নুজায়েম রাহ. আলবাহরুর রায়েক কিতাবে (২/১৪৯) ইমাম আবু ইউসুফ রাহ.-এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, খুতবার পূর্বে আস্তে করে আউযুবিল্লাহ পড়া উচিত। তবে এ বিষয়ে হাদীসের দলীল পাওয়া যায়নি। তাই এক্ষেত্রে হামদ ও সালাত দ্বারা শুরু করা উচিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে ইবনে মাজাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৬
- সহীহ ইবনে হিব্বান, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৩
- মুসনাদে আহমদ, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৫৯
- ইতহাফুস সাদাত, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৬৭
- মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৩
- দালাইলুন নবুওয়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৫২৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৪৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৪৮
- আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৭৮
- ইলাউস সুনান, খন্ড: ৮, পৃষ্ঠা: ৭২
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৬
- আলমুহাল্লা, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৬২
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৯
- সুনানে নাসাঈ, পৃষ্ঠা: ৪৯৪
- আততারগীব ওয়াততারহীব, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৩৩
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ৪,৮৪৯
আনুষঙ্গিক ফতোয়া
- তাশাহহুদের পূর্বে আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া
- মুক্তাদীর জন্যে আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ্ পড়া
- নামাযে সানা, আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ
- জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া
- কুরবানীর সময় বিসমিল্লাহ পড়ার প্রয়োজনীয়তা
- তারাবীর নামাযে সূরার শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ পড়া
- জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা বিষয়ে জনৈক ব্যক্তির ধৃষ্টতাসূচক অপব্যাখ্যার জবাব
- হাজরে আসওয়াদ চুমু দেওয়ার সময় ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা