
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পশু-পাখি যবেহ করার বেলায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে, তা আল্লাহ তা‘আলার নামে যবেহ করা হচ্ছে কি-না? বিসমিল্লাহ বলে যবেহ করলে পশু হালাল হয়ে যায়। তবে যবেহকারী ও পশু উভয়ই যাতে কিবলামুখী থাকে, সে দিকেও লক্ষ্য রাখতে হবে। এটা সুন্নাত। এ সুন্নাত আদায়ের লক্ষ্যে পশু-পাখির মাথা দক্ষিণ দিকে করে মুখকে কিবলামুখী করে যবেহ করা হয়। একথা সত্য যে, যদি কিবলামুখী না করেও যবেহ করা হয়, তাতেও পশু হালাল হবে, গোশত খাওয়া জায়িয হবে। তবে সুন্নাতের প্রতি গুরুত্ব দেয়া এবং সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। কেননা, সাহাবীগণ রা. যবেহকালে পশুকে কিবলামুখী করে যবেহ করতেন। তাছাড়া মুশরেকরা যেহেতু পশু ইত্যাদি যবেহকালে প্রেমিকের দিকে মুখ করে নিতো, তার বিপরীতে মুসলমানদেরকে তাদের পশু কিবলামুখী হয়ে যবেহ করতে বলা হয়েছে। সুতরাং আমরা নিজেদের পশু ইত্যাদিকে সুন্নাত পালনার্থে যবেহের জন্য কিবলামুখী করে নেবো।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়ীযুস সানায়ে, খন্ড: ৬, পৃষ্ঠা: ৬০
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৫
- বাদায়ীয়ুস সানায়ে, খন্ড: ৫, পৃষ্ঠা: ৬০
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানীর পশু যবেহ করে টাকা গ্রহণ করা
- যবেহ করার সময় যদি দেহ থেকে মাথা পৃথক হয়ে যায়
- জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা বিষয়ে জনৈক ব্যক্তির ধৃষ্টতাসূচক অপব্যাখ্যার জবাব
- কুরবানীর দিন হাঁস-মুরগী যবেহ করা
- ঘরে বিবি কন্যাদের রেখে তাবলীগী সফরে দীর্ঘদিন থাকার কোন শরয়ী ভিত্তি আছে কি
- ইসলাম ছাড়া অন্য কোন নামে সংগঠনের নাম রাখা শিরক
- পীরের নামে পশু যবেহ করা ও ওরশ করা
- স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন