
প্রশ্ন
যদি কোনো মেয়ে ঋতুমতী হয় আর পরীক্ষার প্রশ্নে কোনো সূরার অর্থ লিখতে বলা হয় তাহলে সে যদি মনে মনে সূরা পড়ে অর্থ লেখে তাহলে জায়েয হবে কি না? আর যদি এ অবস্থায় কুরআন মজীদের আয়াত দেখে দেখে লেখে তবে কি কলমের মাঝে কোনো ব্যবধান আছে? যেমন অনেকে বলে, শীষওয়ালা কলমে লেখা যাবে, অন্য কলমের দ্বারা লেখা যাবে না। এ ব্যাপারে বিস্তারিত জানালে অনেক উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাসিক চলাকালীন কুরআন মজীদ স্পর্শ করা, পড়া, লেখা সবই নাজায়েয। পরীক্ষার সময়ও একই হুকুম। তবে কুরআনের আয়াত উচ্চারণ না করে এবং লিখিত আয়াত স্পর্শ না করে শুধু অর্থ লেখা যাবে। অর্থ স্মরণ করার জন্য আয়াত মুখে উচ্চারণ না করে মনে মনে স্মরণ করতে দোষ নেই। তদ্রূপ কেউ কুরআন খুলে দিলে হাত না লাগিয়ে তা দেখা যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে দারাকুতনী, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৭
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯
- আলমওসূআতুল ফিকহিয়্যাহ, খন্ড: ১৮, পৃষ্ঠা: ৩২১
- হেদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৭
- হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৯
- ফাতাওয়া শরঈয়্যাহ, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৫০
- মাআরিফুস সুনান, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- মাসিক স্রাবের সময় সেজদার আয়াত শুনলে করণীয়
- মাসিকের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি না একটি দালিলিক বিশ্লেষণ
- উসমানী রসমুল খত ব্যতীত অন্য খতে কোরআন মাজীদ লিখা
- আরবীতে কোম্পানীর নাম লেখা জুতা পরিধান করার হুকুম
- জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা বিষয়ে জনৈক ব্যক্তির ধৃষ্টতাসূচক অপব্যাখ্যার জবাব
- মাসিক চলাকালীন দু‘আ বা সূরা লিখে মুখস্ত করার হুকুম
- ইমামের পিছনে কিরাত পড়াঃ সূরা ফাতিহা কুরআনের অন্তর্ভূক্ত নয়
- সেজদার আয়াত টাইপ করলে সেজদা দেওয়া ওয়াজিব হবে কিনা