
প্রশ্ন
হাত থেকে বুখারী শরিফ, নেক আমালিয়াত, খাজায়েনে কোরআন ও হাদিস ইত্যাদি বই পরে গেলে কি করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এক্ষেত্রে সম্মানপূর্বক তা যথাস্থানে রেখে দেয়া উচিত। সেই সাথে ভবিষ্যতে এমন কাজ যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- জাল হাদীসের হুকুম এবং হাদীস গ্রন্থের উপর শায়েখ আলবানীর ঔদ্ধত্বপূর্ণ হস্তক্ষেপ
- হাদীসে উল্লেখিত 'কীরাত'-এর অর্থ
- “যাদের বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে সহবাস করা জায়েজ” এমন ফাতওয়া কি হানাফী ফিক্বহের কিতাবে এসেছে
- বাংলাদেশে কি জিহাদ করা ফরজ হয়ে গেছে
- কুরআন ও হাদীস থেকে ইমাম আবূ হানীফা রহঃ কে অনুসরণের দলীল দিন
- নামাযে মহিলাদের বুকের উপর হাত বাঁধার দলীল কী
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- সূরা ফাতিহা কিরাত নয় একটি দালিলিক পর্যালোচনা