
It is shirk to name the organization by any name other than Islam 9721947825
Ahle Haq Bangla Media Service•belief•
Question
Lately I have heard that a person has researched and found out that it is Shirk to name an organization, or to name a party with any name other than Islam. La Madhabi or Ghair Muqallid (who identify themselves as Ahl al-Hadith) some brothers say that identifying themselves as Hanafi, Shafi'i, Maleki Hanbali, etc., taking the names of Islamic Movement, Hefazate Islam, Nezame Islam, Islamic Unity etc. is shirk. Allah Almighty named the group of Muslims Islam. Therefore, it is not permissible to have any name other than this name given by Allah. If anyone keeps it, then he commits shirk. 1945939858
Answer
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
So ask the people of remembrance if you do not know অতএব তোমরা যদি না তবে যারা স্মরণ রাখে তাদেরকে কর।।। (সূরা আম্বিয়া-৭, সূরা নাহল-৪৩) وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا (٤:٨٣) আর যখন তাদের কছে পৌঁছে কোন শান্তি-সংক্রান্ত কিংবা ভয়ের ভয়ের তখন তারা সেগুলোকে দেয়। আর যদি সেগুলো পৌঁছে দিত রসূল পর্যন্ত কিংবা শাসকদের পর্যন্ত পর্যন্ত তখন অনুসন্ধান দেখা যেত সেসব বিষয় বিষয় যা তাতে রয়েছে করার মত।। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি উপর বিদ্যমান না থাকত তবে তোমাদের অল্প লোক ব্যতীত শয়তানের শয়তানের অনুসরণ শুরু করত করত! (সূরা নিসা-৮৩) কুরআন রিসার্চ করে হুকুম আরোপিত করে দেয়া সবার নয়।। মুর্খ আর অজ্ঞরা জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে দ্বীন করবে করবে আর জ্ঞানীরা গবেষণা তার সমাধান বের করে দিবে দিবে এ মূলনীতি রাব্বুল আলামীন পবিত্র কুরআনে শিখিয়েছেন।। কিন্তু সমস্যা হল বর্তমানে কতিপয় ইংরেজী শিক্ষিত দ্বীনের মৌলিকত্ব জাহিল আর কতিপয় নামের অগভীর জ্ঞানশূণ্য কিছু অর্বাচীন কিছু ইংরেজী বাংলা অনুবাদ পড়ে নিজেরা বড় বড় আল্লামা যাচ্ছে।।।।। কুরআনের আয়াত যারা শুদ্ধ করে পড়তে না না হাদীসের হাদীসের জের জবর ছাড়া শুদ্ধ করে পড়তে না এমন অতি জ্ঞানীরাও ২৫/২৬ বছরের রিসার্চ প্রচার করে ইসলাম বড় বড় বুলি আওরে বেড়াচ্ছে।। দ্বীন সম্পর্কে অজ্ঞ মুসলমানদের ছড়িয়ে চলছে বিভ্রান্তির বিষবাষ্প।। এরই একটি নজির হল এ অতি পন্ডিতমাখা গবেষণাটি। প্রশ্নে উল্লেখিত বক্তব্যটি শুনতে খুবই ও গুরুত্বপূর্ণ মনে হলেও মূলত অন্তসারশূণ্য একটি গবেষণার অকাল উদগিরণ। প্রথমে একটি কথা বুঝে নেয়া দরকার। on the other hand. God knows best. The Holy Qur'an is the best of the best. Religion, with God, peace (সূরা আলে ইমরান -১৯ ১৯) And whoever seeks a debt, he will not be accepted from him while he is in the last of the losers (3:85) যে ছাড়া অন্য কোন কোন ধর্ম ধর্ম (সূরা আলে ইমরান-৮৫) ইসলাম শব্দে নাজাত তথা মুক্তি নয়। The Holy Qur'an says, "I swear by Allah, the Most Merciful, the Most High." God knows best, and God knows best. ইসলাম হল আল্লাহ রাব্বুল আরোপিত একজন খৃষ্টানের নাম ইসলাম রাখলে রাখলে হিন্দুর নাম রাখলে রাখলে রাখলে বৌদ্ধের ইসলাম রাখলেই সে পাবে না আখেরাতে।। মুক্তি পেতে হলে ঈমান এনে ইসলামের বিধিবিধান মানতে হবে। শুধু ইসলাম শব্দে মুক্তি দিবে না। The Holy Qur'an says, "This is the Qur'anic verse." কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে কথিত গবেষক যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সে হাস্যকর।। The Holy Qur'an reads in the Holy Qur'an. সাথে সা. এরকম কোন কথা কি কুরআন বা হাদীসে এসেছে? It's true that God knows best. The Holy Qur'an is the best of the best. The Holy Qur'an says, "The Holy Qur'an is the best of the best." কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন ব্যক্তির বা বা দলের যাবে না না এমন কথা কুরআনের কোন আয়াত বা কোন বিদ্যমান বিদ্যমান? থাকলে একটু উপস্থাপন করুন। এ উদ্ভট ব্যাখ্যা মানলে হল- মুসলমানদের নাম ইসলাম ছাড়া কোন কিছু রাখা কি নয় নয়? পৃথিবীর সকল মুসলমানের নাম হবে ইসলাম? Is it Arabic? যে ভাই এ উদ্ভট গবেষণা পেশ করেছেন তার নাম কি শুধু ইসলাম? পিতার নাম, ছেলাম সবার নাম ইসলাম কুরাইশ, আওস, খাজরাজ, হাশেম বংশ ইত্যাদি সকল গোত্রের নাম বলাক? The Holy Qur'an says, "Well, it's true." গোত্র মানেইতো দল বা গোষ্ঠি গোষ্ঠির নাম ইসলাম ছাড়া অন্য কিছু রাখা উদ্ভট গবেষকের দৃষ্টিতে দৃষ্টিতে? Is it possible to do this? কারণ এখানেওতো ইসলাম শব্দ নেই। সাহাবায়ে কেরামকে দুই ভাগে ভাগ এক ভাগকে ভাগকে মুহাজির অন্য ভাগকে আনসার আনসার বলা শিরক শিরক শিরক শিরক শিরক? কারণ এখানেও সাহাবাগণের পরিচয় দিতে বা ইসলাম শব্দ ব্যবহার করা হচ্ছে না। শুধু মুহাজির দল ও আনসার দল বলা হয়। Is it possible to read Islam? মুসলমান সাহাবাগণের টি নাম তথা মুহাজির মুহাজির ও ও আনসার এতো আল্লাহর নাম।।।। দেখুন সূরা তওবা-১০০। মুসলমানদের দলের নাম ইসলাম ছাড়া অন্য কিছু শিরক হলে হলে সে শিরকতো খোদ আল্লাহ আলামীন আমাদের।। সাহাবা. আর আরেক দলের নাম দিয়েছেন আনসার। He said, তাহলে দলের নাম ইসলাম ছাড়া কিছু রাখা শিরক হলে এ শিরক কে শিখিয়েছেন? জমহুর সা. I'm sorry. This is the best of the best. আর আলী রা. It's true that God knows best. কিছু তাবেয়ীকে উসমানী এবং আলিয়ী বর্ণনা বুখারী শরীফের ১ নং খন্ডের ৪৩৩ পৃষ্টায় রয়েছে।। তাহলে তাবেয়ীদের যে দলের উসমানী উসমানী উসমানী আর দলের নাম আলীয়ী তারা কি করেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ! সুতরাং বুঝা গেল যে যে ইসলাম ধর্মের পরিপূর্ণভাবে মেনে পরিচয় প্রকাশের জন্য ইসলাম সম্মত কোন নাম দলের দলের ব্যক্তির ও গোত্রের জায়েজ আছে।। শুধু ইসলাম রাখা জর রী নয়। আল্লাহ রাব্বুল আলামীন এমন উদ্ভট উদ্ভট গবেষণা থেকে মুসলিম জাতিকে হিফাযত করুন। he said. the next. 4338471851
- والله اعلم باالصواب -
* This Fatwa was translated by Google Translate.
To see the original click here
Related Fatwas
- It is shirk to name the organization by any name other than Islam 9721947825
- What to do if the name is un-Islamic 9942365625
- What is the real name of Bukhari Muslim and Tirmidhi? 1363846964
- Slaughtering and slaughtering animals in the name of Pir 5712345649
- Responding to the ridiculous argument of the mocker about the Shariah provision of wearing clothes over beard and ankles 5496726519
- Regarding the interpretation of verse 23 of Surah Jasiya and the types of shirk 5569272544
- Names of some Qaumi scholars
- Call the wife by a different name 1994895243