
প্রশ্ন
"দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।" এই হাদীস নাকি জাল?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
الدُّنْيَا مَزْرَعَةُ الآخِرَةِ দুনিয়া আখেরতের শষ্যক্ষেত্র। উক্ত শব্দে হাদীসটি আসলেই জাল ও বানোয়াট। মুহাদ্দিসীনে কেরামগণের উক্তি– ১. আল্লামা সাগানী রহঃ বলেন, হাদীসটি জাল। (মওজুআতুস সাগানী-৬৪) ২. আল্লামা সুবকী রহঃ বলেন, আমি এর কোন সনদ পাইনি। (তাবকাতে শাফিয়িয়্যাহ কুবরা-৩/৩৫৬) ৩. আল্লামা ইরাকী রহঃ বলেন, এ শব্দে আমি কোন মারফু হাদীস পাইনি। (তাখরীজুল ইহয়া-৪/২৪) ৪. আল্লামা সাখাবী রহঃ বলেন, আমি এর ভিত্তি পাইনি। (আলমাকাসিদুল হাসানাহ, নং-২৬০) ৫. মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন এর কোন ভিত্তি নেই, বা এটি বানোয়াট। (আলআসরারুল মারফুআ, নং-২০৬) ৬. আল্লামা যারকানী রহঃ বলেন, আমি এরূপ হাদীস সম্পর্কে জানি না। (মুখতাসারুল মাকাসিদ, নং-৪৬৭)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ইকামত শুরু হলে নামায ভেঙ্গে দিতে হবে মর্মের ইবনে উসাইমিন রহঃ এর ফাতওয়াটি কি সঠিক
- সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি
- অমুসলিম পরিবারে জন্ম নেয়া ব্যক্তি যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি সে কেন জাহান্নামী হবে
- আল্লাহর রাস্তায় এক সকাল বা এক বিকাল বের হওয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়েও উত্তম নেকি’ এটা কোন হাদীস
- চার মাযহাব একসাথে সঠিক কিভাবে হয়
- হাদীসের সংজ্ঞা এবং প্রকারঃ সাহাবা ও তাবেয়ীগণের কথা কি হাদীস
- তাসলিমা নাসরীনের শরীয়তের বিধান সম্পর্কে কটূক্তি এবং মুরতাদের সংজ্ঞা ও হুকুম
- বেহেশতীগণের আফসোস হওয়ার কারণ। বেহেশতের বাগিচা কি?